রাজধানীর কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি টেলিভিশনের দুই সাংবাদিক।
আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁও নাক কান গলা ইনস্টিটিউটের কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। ডিবিসি নিউজের দুই সাংবাদিকের ওপর হামলা ও অবরুদ্ধ করে ক্যামেরার ভিডিও মুছে ফেলতে বাধ্য করে ভিকটর ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী কাওসার ভূঁইয়া ও তাঁর সহযোগীরা। এ সময় রিপোর্টার সাইফুল জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে রুমে আটকে রেখে মারধর করা হয়।
এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে শেরে ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টি জানার পরে থানা থেকে আমাদের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য সাংবাদিকরা থানায় এসেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’