হোম > সারা দেশ > ঢাকা

অনিয়মের সংবাদ করতে গিয়ে হামলার শিকার ডিবিসির সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি টেলিভিশনের দুই সাংবাদিক। 

আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁও নাক কান গলা ইনস্টিটিউটের কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। ডিবিসি নিউজের দুই সাংবাদিকের ওপর হামলা ও অবরুদ্ধ করে ক্যামেরার ভিডিও মুছে ফেলতে বাধ্য করে ভিকটর ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী কাওসার ভূঁইয়া ও তাঁর সহযোগীরা। এ সময় রিপোর্টার সাইফুল জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে রুমে আটকে রেখে মারধর করা হয়। 

ভিকটর ট্রেডিং করপোরেশন প্রতিষ্ঠানটি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাঁদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের তথ্য থাকায় অনুসন্ধানে যায় ডিবিসি নিউজ। মারধরের ঘটনায় আহত জুয়েলসহ দুজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শেরেবাংলা নগর থানায় জিডি করা হলে পুলিশ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে শেরে ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টি জানার পরে থানা থেকে আমাদের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য সাংবাদিকরা থানায় এসেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে