গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এদিকে গতকাল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
অভিষেক উপলক্ষে সকালে গাজীপুর মহনগরীর ছয়দানা এলাকার নিজ বাসা থেকে মোটর শোভাযাত্রা নিয়ে বাদ্য বাজিয়ে এবং শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে প্রবেশ করেন নবনির্বাচিত মেয়র। গত কয়েক দিন ধরেই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলে নানা প্রস্তুতি।
অভিষেক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের কাউন্সিলররা এতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে হাজার নেতা-কর্মী অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম। এ অনুষ্ঠানে জেলার আর কোনো বড় নেতা-কর্মীকে দেখা যায়নি।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মা এখন এই নগরের সকলের মা। তিনি নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন। মানুষ সেবা নিতে এসে যাতে হয়রানি না হয় সে জন্য তাঁর পাশে আমিও আছি। নগরবাসীর যেকোনো সমস্যায় আমার মা সবার আগে থাকবেন।’
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি।