হোম > সারা দেশ > গাজীপুর

আজ গাজীপুর সিটির দায়িত্ব নেবেন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এদিকে গতকাল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। 

অভিষেক উপলক্ষে সকালে গাজীপুর মহনগরীর ছয়দানা এলাকার নিজ বাসা থেকে মোটর শোভাযাত্রা নিয়ে বাদ্য বাজিয়ে এবং শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে প্রবেশ করেন নবনির্বাচিত মেয়র। গত কয়েক দিন ধরেই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলে নানা প্রস্তুতি। 

অভিষেক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের কাউন্সিলররা এতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে হাজার নেতা-কর্মী অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম। এ অনুষ্ঠানে জেলার আর কোনো বড় নেতা-কর্মীকে দেখা যায়নি। 

জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজমত উল্লা খানকে মেয়র পদে মনোনয়ন দেয়। জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন এবং তাঁর মাকে স্বতন্ত্র প্রার্থী করেন। বাছাইয়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়। নিজের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি মায়ের পক্ষে প্রচার চালান। 

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মা এখন এই নগরের সকলের মা। তিনি নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন। মানুষ সেবা নিতে এসে যাতে হয়রানি না হয় সে জন্য তাঁর পাশে আমিও আছি। নগরবাসীর যেকোনো সমস্যায় আমার মা সবার আগে থাকবেন।’ 

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা