হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও কুনিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

হাসপাতালে নিহত ব্যক্তির ভাতিজা আবির হোসেন বলেন, তেজগাঁও মধ্য কুনিপাড়া তাঁদের স্থানীয় বাড়ি। সে বাড়িতেই থাকত। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বাইর থেকে বাড়িতে আসছিলেন তিনি। কুনিপাড়া নুরুল ফার্মেসির সামনে এলে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপর থেকে তাঁর চাচা আক্তার হোসেনের মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তেজগাঁও এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, মাথায় ইট পড়ে আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ