হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও কুনিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

হাসপাতালে নিহত ব্যক্তির ভাতিজা আবির হোসেন বলেন, তেজগাঁও মধ্য কুনিপাড়া তাঁদের স্থানীয় বাড়ি। সে বাড়িতেই থাকত। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বাইর থেকে বাড়িতে আসছিলেন তিনি। কুনিপাড়া নুরুল ফার্মেসির সামনে এলে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপর থেকে তাঁর চাচা আক্তার হোসেনের মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তেজগাঁও এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, মাথায় ইট পড়ে আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে