হোম > সারা দেশ > ঢাকা

ঈদ পুনর্মিলনীতে না আসা ডিএমপির ৪৬ কর্মকর্তাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে না আসায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, যারা ঢাকা মহানগরে যথাক্রমে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার। শোকজ নোটিশ পাওয়াদের মধ্যে ২৯ জন এডিসি এবং ১৭ জন এসি।

শোকজের চিঠি পাওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা বলেন, বিষয়টি একেবারেই দাপ্তরিক। এটি নিয়ে নিউজ করার কিছু নেই। 

গত ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করে ডিএমপি। এ আনন্দ আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপির সব কর্মকর্তাকে দাওয়াত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার। তিনি বলেছেন, যারা অনুষ্ঠানে আসেননি, তাঁরা কেন আসতে পারেননি, তা জানতে চাওয়া হয়েছে। 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছিলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের নিরাপত্তা, যাতায়াতের ব্যবস্থা করা এবং ফাঁকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপি কাজ করে যাচ্ছে। (ডিএমপির) অনেকেই ছুটিতে যেতে পারেননি। তাই আমরা আজকের দিনে ডিএমপির সদস্যদের নিয়ে একত্রে মিলিত হয়ে নৈশভোজের আয়োজন করেছি।’ 

যারা ছুটিতে ছিলেন না, ওই দিন তাঁরাও অনুষ্ঠানে আসেননি। সাধারণত ঈদে পুলিশের বেশির ভাগ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়। এরপরও উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। 

অনুষ্ঠানে অনুপস্থিত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে কী বলব? যারা অনুপস্থিত ছিলেন তাঁদের জিজ্ঞেস করুন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট