হোম > সারা দেশ > গাজীপুর

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে: শিল্প পুলিশের ডিআইজি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আগেই শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। আমরা কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। শ্রমিকেরা যাতে বেতন-ভাতা নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।’ 

আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী খাঁপাড়া রোডের একটি কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে মো. আজাদ মিয়া বলেন, ‘আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোনো কোনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি, সেগুলো তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছি।

‘ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করেছি। আশা করছি, এবারের ঈদের আগেই সব কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবেন মালিকপক্ষ।’ 

এ সময় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, পুলিশের পরিদর্শক টঙ্গী জোন মো. ওসমান গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু