হোম > সারা দেশ > গাজীপুর

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে: শিল্প পুলিশের ডিআইজি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আগেই শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। আমরা কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। শ্রমিকেরা যাতে বেতন-ভাতা নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।’ 

আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী খাঁপাড়া রোডের একটি কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে মো. আজাদ মিয়া বলেন, ‘আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোনো কোনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি, সেগুলো তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছি।

‘ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করেছি। আশা করছি, এবারের ঈদের আগেই সব কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবেন মালিকপক্ষ।’ 

এ সময় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, পুলিশের পরিদর্শক টঙ্গী জোন মো. ওসমান গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে