হোম > সারা দেশ > ঢাকা

ত্রিভুজ প্রেমে প্রাণ যায় পোশাকশ্রমিক ইমনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোশাকশ্রমিক ইমনের স্কুলজীবনের বন্ধু রাশেদুল ইসলাম রাশু। এই রাশুর সঙ্গ ইমনকে মাদকে জড়িয়ে দেয়। স্কুল থেকে ঝরে পড়া ইমন কাজ শুরু করে গার্মেন্টসে। এরই মধ্যে বন্ধু রাশুর প্রেমিকার সঙ্গে ইমনের প্রেম শুরু হয়। এরই জের ধরে রাশু ইমনকে হত্যার পরিকল্পনা করে বলে জানিয়েছে র‍্যাব।

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ইমনকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুই হত্যাকারী। ইমনসহ হত্যাকারীরা সবাই একই স্কুলে পড়ত। গত কয়েক বছর ধরে মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ে। পরে পোশাকশ্রমিক হিসেবে কাজ শুরু করে।’

ঘটনার দিনের বর্ণনা দিয়ে অধিনায়ক বলেন, ‘প্রেমঘটিত বিষয় নিয়ে রাশেদুল ইসলাম রাশু ও ইমনের মধ্যে দ্বন্দ্ব হয়। এ নিয়ে ইমনকে হত্যার পরিকল্পনা করে রাশু। ৭ জুলাই ইমনকে ফোন করে বাসা থেকে ডেকে নেয় রাশু। ডেকে নিয়ে রাশু জানতে চায়, কেন তাঁর প্রেমিকাকে ইমন বকা দিয়েছে, ডিস্টার্ব করে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রাশু তাঁর কাছে থাকা দা দিয়ে ইমনকে কোপাতে থাকে। এ সময় অন্যরাও ইমনকে কুপিয়ে আহত করে। ইমন নিস্তেজ হয়ে গেলে, তাঁকে তুরাগ নদে ফেলে দেয়। পরে ১৬ জুলাই ইমনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।’

র‍্যাব-১-এর অধিনায়ক বলেন, ‘একটি মেয়ের সঙ্গে ইমন ও রাশুর প্রেম ছিল। ত্রিভুজ প্রেমের কাহিনির কারণে হত্যাকাণ্ডটি ঘটে।’

আব্দুল্লাহ আল মোমেন বলেন, পাঁচ দিন তাঁকে পরিবার খোঁজাখুঁজি করে। ১১ জুলাই ইমনের পরিবার নিখোঁজের জিডি করে।

শুরু থেকেই ইমনের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল। টাঙ্গাইল থেকে হত্যার মূল পরিকল্পনাকারী রাশিদুল ইসলাম রাশুকে গ্রেপ্তার করা হয়। এরপর গাজীপুর থেকে বিপুল চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা