হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে একক চিত্র প্রদর্শনী ‘ফ্রিডম অ্যান্ড রিয়্যালিটি’

রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দীন শিল্পালয়ে চলছে একক চিত্র প্রদর্শনী ‘ফ্রিডম অ্যান্ড রিয়্যালিটি’। চিত্রশিল্পী রাশেদ সুখনের এই চিত্র প্রদর্শনীটি চলবে ২৩ মে পর্যন্ত। ৪৫টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীটি বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকে। 

শিল্পকর্মগুলোর বিষয়বস্তু সম্পর্কে জানা যায়, সময়ের সঙ্গে সমাজ বাস্তবতার পরিবর্তনে মানুষের অভ্যন্তরীণ চিন্তা ও ভাবনার যে আলোড়ন তার একটি উপস্থাপনা। 

এ বিষয়ে চিত্রশিল্পী রাশেদ সুখন আজকের পত্রিকাকে বলেন, ‘শিল্পকর্মগুলো মূলত মিশ্র মাধ্যমে করা। বর্তমানসহ বিভিন্ন সময়কে ধারণ করে মানুষের যে ইনার রিয়্যালিটি, অর্থাৎ তার ভেতরের কষ্ট, আশা, আকাঙ্ক্ষা, ভালো লাগা নানান অনুভূতিরও আকার থাকতে পারে। সেই আকারগুলোকে একজন শিল্পী কীভাবে দেখে, রঙে কীভাবে দেখে—সেটিই আমার শিল্পকর্মগুলোর বিষয়বস্তু। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত এই বিষয়বস্তু নিয়ে ভাবনার মধ্যে দিয়ে কেটেছে।’ 

এই চিত্র প্রদর্শনীটি তাঁর পঞ্চম একক প্রদর্শনী। এর আগেও দেশে ও বিদেশে ১২০টির বেশি চিত্র প্রদর্শনী করেছিলেন বলে জানান এ চিত্রশিল্পী। 

গত শুক্রবার বিকেল ৪টায় উদ্বোধন করা হয় এই চিত্র প্রদর্শনীটির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা, চিত্রশিল্পী সৈয়দ আবুল বারক্ আলভী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী, সমালোচক ও লেখক মইনুদ্দীন খালেক এবং সাবেক রাষ্ট্রদূত মাহ্ফুজুর রহমান। 

চিত্র প্রদর্শনীটির কিউরেটর হিসেবে রয়েছেন শিল্পী আবুল কালাম সামসুদ্দিন।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন