হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে একক চিত্র প্রদর্শনী ‘ফ্রিডম অ্যান্ড রিয়্যালিটি’

রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দীন শিল্পালয়ে চলছে একক চিত্র প্রদর্শনী ‘ফ্রিডম অ্যান্ড রিয়্যালিটি’। চিত্রশিল্পী রাশেদ সুখনের এই চিত্র প্রদর্শনীটি চলবে ২৩ মে পর্যন্ত। ৪৫টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীটি বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকে। 

শিল্পকর্মগুলোর বিষয়বস্তু সম্পর্কে জানা যায়, সময়ের সঙ্গে সমাজ বাস্তবতার পরিবর্তনে মানুষের অভ্যন্তরীণ চিন্তা ও ভাবনার যে আলোড়ন তার একটি উপস্থাপনা। 

এ বিষয়ে চিত্রশিল্পী রাশেদ সুখন আজকের পত্রিকাকে বলেন, ‘শিল্পকর্মগুলো মূলত মিশ্র মাধ্যমে করা। বর্তমানসহ বিভিন্ন সময়কে ধারণ করে মানুষের যে ইনার রিয়্যালিটি, অর্থাৎ তার ভেতরের কষ্ট, আশা, আকাঙ্ক্ষা, ভালো লাগা নানান অনুভূতিরও আকার থাকতে পারে। সেই আকারগুলোকে একজন শিল্পী কীভাবে দেখে, রঙে কীভাবে দেখে—সেটিই আমার শিল্পকর্মগুলোর বিষয়বস্তু। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত এই বিষয়বস্তু নিয়ে ভাবনার মধ্যে দিয়ে কেটেছে।’ 

এই চিত্র প্রদর্শনীটি তাঁর পঞ্চম একক প্রদর্শনী। এর আগেও দেশে ও বিদেশে ১২০টির বেশি চিত্র প্রদর্শনী করেছিলেন বলে জানান এ চিত্রশিল্পী। 

গত শুক্রবার বিকেল ৪টায় উদ্বোধন করা হয় এই চিত্র প্রদর্শনীটির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা, চিত্রশিল্পী সৈয়দ আবুল বারক্ আলভী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী, সমালোচক ও লেখক মইনুদ্দীন খালেক এবং সাবেক রাষ্ট্রদূত মাহ্ফুজুর রহমান। 

চিত্র প্রদর্শনীটির কিউরেটর হিসেবে রয়েছেন শিল্পী আবুল কালাম সামসুদ্দিন।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন