হোম > সারা দেশ > ঢাকা

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় যুক্তরাজ্যের উদ্বেগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দলগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। আজ বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠকের পর যুক্তরাজ্য হাইকমিশন এই উদ্বেগ প্রকাশ করেছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষে ভোলা ও নারায়ণগঞ্জে দুই বিএনপি কর্মীর নিহত হওয়ার প্রেক্ষাপটে আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা আমাদের কূটনৈতিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে আনন্দিত হয়েছেন।’

পোস্টে হাইকমিশন একই সঙ্গে সহিংসতা এড়িয়ে শান্ত থাকা, ধৈর্য ধরা এবং সংলাপের পথ বেছে নেওয়ার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছে।

রবার্ট ডিকসন বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে হাইকমিশন জানিয়েছে। 

এদিকে হাইকমিশনের আগ্রহে এই বৈঠক হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং তাবিথ আওয়াল।

আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকমিশনার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন। পুলিশের সাংবিধানিক দায়িত্ব নাগরিকের জানমাল রক্ষা করা। কিন্তু তাদের হাতে নাগরিকেরা মারা যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক একটি বিষয়। এসব বিষয়েই হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন