হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে প্রবাসীসহ তিনজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, রূপগঞ্জে উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রূপগঞ্জ থেকে উদ্ধার হওয়া মালয়েশিয়াপ্রবাসী আক্কাস মোল্লা (৪৮), তাঁর ছেলে মিলন মোল্লা ও ভাতিজা মোস্তাক মোল্লা। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসীসহ তিনজনকে অপহরণ করে ৩০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় মামলার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রবাসীসহ অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রবাসীসহ তিনজনকে উদ্ধার করা হয়।

পরে ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণের জন্য আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাঁদের আদালতে পাঠানো হয়। তাঁরা হলেন মালয়েশিয়াপ্রবাসী আক্কাস মোল্লা (৪৮), তাঁর ছেলে মিলন মোল্লা ও ভাতিজা মোস্তাক মোল্লা। ভুক্তভোগীরা পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দী গ্রামের বাসিন্দা।

ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে প্রবাসী আক্কাস মোল্লা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তী সময় বিমানবন্দরের ওই রাত সাড়ে ১১টার দিকে আগমনী ১ নম্বর ক্যানোপির বাইর গেটে সামনের রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা অপহরণকারীরা প্রবাসী আক্কাস মোল্লা, তাঁর ছেলে ও ভাতিজাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে একটি মামলা করেন।

কীভাবে অপহরণ করা হলো? এমন প্রশ্নের জবাবে ওসি তাসলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণকারীরা ভুক্তভোগী প্রবাসীকে বলেন, আপনার সঙ্গের দুজন যাত্রী আমাদের গয়না নিয়ে গেছেন। তাদের বাড়ি দেখিয়ে দেওয়ার অনুরোধ জানালে প্রবাসী রাজি হয়ে তাদের স্বজনেরা গাড়িতে ওঠেন। তারপর অপহরণকারী তাদের রূপগঞ্জে নিয়ে আটকিয়ে রেখে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে তাদের মুক্তিপণের টাকার জন্য শারীরিক নির্যাতনও করা হয়।’

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে পুলিশি হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। পরবর্তীকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ