হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার মাহিয়ানুল হক অর্চি ও মো. হারেজ উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারেরা হলেন—উত্তরা ১ নং ওয়ার্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চি (২৭) এবং আওয়ামী লীগ কর্মী মো. হারেজ উদ্দিন (৪২)।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তালেবুর রহমান জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নং রোড থেকে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় হারেজ উদ্দিনকে এবং ১১ নং সেক্টরের ৪ নং রোড থেকে ভোর ৩টা ৪০ মিনিটে মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান আরও জানান, ভিকটিম লাবলু মিয়া হত্যার ঘটনায় গত ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কসহ ৩ নং সেক্টরের রবীন্দ্র সরণী এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান করছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে ভিকটিম লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ লাবলু মিয়াকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের হয়।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাবলু মিয়া হত্যায় জড়িত হারেজ উদ্দিন ও মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। লাবলু মিয়া হত্যার ঘটনায় জড়িতদের সকলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি