হোম > সারা দেশ > ঢাকা

‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে’ ফিলিস্তিনিদের সমর্থনে জবিতে ছাত্রসমাবেশ

জবি সংবাদদাতা 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যে চেতনা নিয়ে পাকিস্তানিদের মোকাবিলা করা হয়েছিল, সে চেতনা নিয়ে আমরা আজ ফিলিস্তিনের মানুষের পক্ষে নেমেছি। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘সলিডারিটি উইথ ফ্রি ফিলিস্তিন মুভমেন্ট ইন আমেরিকান ইউনিভার্সিটিজ’ নামক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক ছাত্রসমাবেশে একদল শিক্ষার্থী এসব কথা বলেন। 

এ ছাত্র সমাবেশে আইইআর বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, ‘ফিলিস্তিনে আজ এত কিছু হয়ে যাচ্ছে সেখানে মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আজ কেন তারা নিশ্চুপ? পাকিস্তানের গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সে চেতনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি।’ 

অপর এক শিক্ষার্থী বলেন, ‘এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। যারা নিরীহ, যাদের কোনো অপরাধ নেই। এই নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অতি দ্রুত এই ফিলিস্তিনের মানুষের ওপর বর্বরোচিত হামলা সমাপ্ত হোক এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হোক।’ 
 
ছাত্রসমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের পক্ষে, মানবতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি