হোম > সারা দেশ > ঢাকা

‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে’ ফিলিস্তিনিদের সমর্থনে জবিতে ছাত্রসমাবেশ

জবি সংবাদদাতা 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যে চেতনা নিয়ে পাকিস্তানিদের মোকাবিলা করা হয়েছিল, সে চেতনা নিয়ে আমরা আজ ফিলিস্তিনের মানুষের পক্ষে নেমেছি। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘সলিডারিটি উইথ ফ্রি ফিলিস্তিন মুভমেন্ট ইন আমেরিকান ইউনিভার্সিটিজ’ নামক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক ছাত্রসমাবেশে একদল শিক্ষার্থী এসব কথা বলেন। 

এ ছাত্র সমাবেশে আইইআর বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, ‘ফিলিস্তিনে আজ এত কিছু হয়ে যাচ্ছে সেখানে মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আজ কেন তারা নিশ্চুপ? পাকিস্তানের গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সে চেতনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি।’ 

অপর এক শিক্ষার্থী বলেন, ‘এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। যারা নিরীহ, যাদের কোনো অপরাধ নেই। এই নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অতি দ্রুত এই ফিলিস্তিনের মানুষের ওপর বর্বরোচিত হামলা সমাপ্ত হোক এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হোক।’ 
 
ছাত্রসমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের পক্ষে, মানবতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে