হোম > সারা দেশ > ঢাকা

সালমান-আনিসুলকে ৩ ও পলককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী ভিন্ন ভিন্ন আদেশে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। 

সকাল ৮টার আগে কারাগার থেকে তিনজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা ভিন্ন ভিন্নভাবে প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনগুলো মঞ্জুর করেন। পরে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

গ্রেপ্তার দেখানোর প্রত্যেক আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, আসামিদের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। 

সালমান এফ রহমান
সালমান এফ রহমানকে বাড্ডা থানার দুটি হত্যা মামলা ও খিলগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাড্ডা থানার ইমদাদুল হক হত্যা ও তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় এবং খিলগাঁও থানার শ্রমিক দল নেতা হাসান মাহমুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমানকে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে নৌ পুলিশ। পরে তাঁকে পুলিশের সোপর্দ করা হয়। গত ১৪ আগস্ট নিউ মার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ২৪ আগস্ট লালবাগ থানায় দায়ের করা শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিনে নিউ মার্কেট থানায় দায়ের করা সবুজ আলী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৯ আগস্ট বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

আজ তিন মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে মোট সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

আনিসুল হক
আনিসুল হককে আজ বাড্ডা থানার তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো হচ্ছে সিরাজুল ব্যাপারী হত্যা মামলা, তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলা ও আব্দুল জব্বার সুমন হত্যা মামলা। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমানকে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে নৌ পুলিশ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গত ১৪ আগস্ট নিউ মার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

এরপর ২৪ আগস্ট লালবাগ থানায় দায়ের করা শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিনে নিউ মার্কেট থানায় দায়ের করা সবুজ আলী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৯ আগস্ট বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

আজ তিন মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকেও মোট সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

জুনাইদ আহমেদ পলক
বাড্ডা থানায় পৃথকভাবে দায়ের করা এমদাদুল হক হত্যা ও তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় পলককে আটক করে পুলিশ। পরদিন ১৫ আগস্ট পল্টন থানার রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ১০ দিনের রিমান্ডে দেওয়া হয়। 

গত ২৫ আগস্ট লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবার সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। 

গত ১ সেপ্টেম্বর রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা ইমরান হোসেন কাউসার হত্যা মামলায় ও ওমর ফারুক হত্যা মামলায় পৃথকভাবে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়। 

আজ দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর পলককে মোট ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু