হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাইয়ান জাবির (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় তার বন্ধু মুশফিক (১৭) আহত হয়েছে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।

হাসপাতালে মৃত জাবিরের বন্ধু ইনসা আবির সানি বলেন, ‘বিকেলে দুই বন্ধু মুশফিক ও জাবির মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে জানতে পারি হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে; পথচারীরা তাদের মুগদা হাসপাতালে নিয়ে গেছে। খবর পেয়ে সেখান থেকে জাবিরকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আহত মুশফিককে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

ইনসা আবির সানি আরও বলেন, ‘পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, মহানগর প্রজেক্ট এলাকার রাস্তায় সজোরে ব্রেক করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় তারা।’

মৃত জাবিরের ফুফু ফাতেমা খাতুন খুশি বলেন, তাঁদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া গ্রামে। বর্তমানে দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত। বাবার নাম রেজাউল করিম। জাবির বনশ্রী মডেল উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে জাবির ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিরঝিল এলাকা থেকে বন্ধুরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বন্ধুরা জানায়, সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি