হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ কনস্টেবল মনিরুল হত্যা: রিমান্ড শেষে কারাগারে কাওছার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় আরেক কনস্টেবল কাওছার আলীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলামের নির্দেশের পর তাকে কারাগারে পাঠানো হয়।

বিকেলে গুলশান থানা-পুলিশ কনস্টেবল কাওছারকে ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত ওই আবেদন মঞ্জুর করে কাওছারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখা থেকে এই তথ্য জানা গেছে।

গত ৯ জুন কাওছারকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে নিহত কনস্টেবলের বড় ভাই কনস্টেবল মাহাবুবুল হক বাদি হয়ে ওইদিন সকালে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

৮ জুন দিনগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। তার গুলিতে আহত হন জাপানি দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন।

পুলিশ কনস্টেবল কাওছার আলীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের দাড়েরপাড় গ্রামে। বাবার নাম হায়াত আলী। নিহত মনিরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুরে। বাবার নাম মুক্তিযোদ্ধা মৃত শামসুল হক। দুইজন কূটনীতিক এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির জের ধরে কনস্টেবল কাওছার অপর কনস্টেবল মনিরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এলোপাতাড়ি ভাবে তিনি আরও গুলি করতে থাকেন। এ সময় পথচারী সাজ্জাদ হোসেন আহত হন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু