হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে গ্রেপ্তার ৬ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের মামলায় ৬ জন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বুধবার উপজেলার কাইকারটেক হাটের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু-পক্ষই পৃথক দুটি মামলা দায়ের করে। 

গত শুক্রবার রাতে ছাত্রলীগের পক্ষে সিরাজুল ইসলাম সজল বাদী হয়ে যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন গতকাল শনিবার যুবলীগের নেতা-কর্মীদের পক্ষে ফারুক আহমেদ বাদী হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জানা যায়, সোনারগাঁ উপজেলা পরিষদের চত্বরে বুধবার উপজেলার কাইকারটেক হাটের দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ছাত্রলীগের নেতা–কর্মীরা দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগের নেতা–কর্মীরা বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রলীগ ও যুবলীগের কমপক্ষে ১৫ জন আহত হন। 

এ ঘটনায় ছাত্রলীগ নেতা সজল বাদী হয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু, স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর মাসুমসহ ২২ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। 
 
অপরদিকে, যুবলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে যুবলীগ কর্মী ফারুক আহমেদ বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনিকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। 
 
এদিকে মামলার পর এ মামলার আসামি যুবলীগ কর্মী রবিউল প্রধান, রোমান বাদশা, হৃদয় মিয়া, অনিক হোসেন, আল-আমিন ও শান্ত হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা-পুলিশ। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দরপত্র জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় দুপক্ষের মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা