হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে অটো রিকশাচালকদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক ও মিশুক বন্ধের সিদ্ধান্ত বাতিলের ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন চালকেরা। 

আজ সোমবার বিকেলে ডেমরার মূল পয়েন্ট স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকায় এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন চালকেরাসহ স্থানীয় স্ট্যান্ডের নেতারা। 

সরেজমিনে দেখা যায়, স্টাফ কোয়ার্টার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড কমিটির সভাপতি মো. শাহজাহান হাওলাদার নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ সরশ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অটোরিকশা সংশ্লিষ্ট নেতা-কর্মী ও চালকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে চালকদের মিষ্টি বিতরণ করা হয়। 

এ কর্মসূচিতে চালক ও নেতা-কর্মীরা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে বলেই দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারেননি শেখ হাসিনা।’ 

তারা আরও বলেন, ‘আমরা অটোরিকশা চালকেরা হাইওয়েতে উঠি না। এলাকার অভ্যন্তরের সড়কে সাধারণ মানুষদের নিয়ে চলাচল করি। এতে সরকারের কোনো প্রকার ক্ষতি হবে না। যদি অটোরিকশা চললে দেশের ক্ষতি হয়, তবে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিলে আমরা সে অনুযায়ী জীবিকা নির্বাহ করব।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট