হরিরামপুর থানায় যোগদানের এক মাসে অন্তর্ভুক্ত হওয়া সব মামলার নিষ্পত্তি করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম। গত জুন মাসে নিয়মিত মামলা আটটি, কোর্ট পিটিশন মামলা পাঁচটি এবং অপমৃত্যুর মামলা তিনটি নিয়ে মোট ১৬টি মামলা অন্তর্ভুক্ত হয়। সব কয়টি মামলা নিষ্পত্তি করেন তিনি। এর ফলে জুন মাসে এই থানায় আর কোনো মামলা পেন্ডিং নেই বলে জানা যায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'আমি গত ৩০ মে হরিরামপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি। হরিরামপুর থানায় যোগদানের এক মাসে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম স্যারের দিকনির্দেশনায় এবং সিংগাইর সার্কেল সিনিয়র এএসপি মোহা. রেজাউল হকের সার্বিক তত্ত্বাবধানে থানার সব তদন্তকারী কর্মকর্তার সহযোগিতায় অত্র থানার সব তদন্তাধীন নিয়মিত মামলা, অপমৃত্যু মামলা ও কোর্ট পিটিশন মামলা নিষ্পত্তি করে শূন্যের কোঠায় আনতে সক্ষম হয়েছি।
এ ছাড়া হরিরামপুর থানায় পুলিশের পেট্রল দায়িত্ব আরও গতিশীল করায় মারামারিসহ চুরি-ডাকাতির ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি বলেও তিনি জানান।