হোম > সারা দেশ > রাজবাড়ী

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রাজবাড়ী ও ঝিনাইদহের কালীগঞ্জে দুজন করে নিহত হন। এ ছাড়া এক শিশু নিহত হয়েছে নাটোরের গুরুদাসপুরে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, রাজবাড়ীতে একটি যাত্রীবাহী মাহিন্দ্র উলটে দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলা বাসমালিক সমিতি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম (৩০) ও একই এলাকার আতিউর রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)। তাঁরা দুজন পোশাক কারখানার কর্মী।

জানা যায়, ঢাকা থেকে বেশ কয়েকজন যাত্রী গতকাল ভোরে বাস থেকে গোয়ালন্দ মোড়ে নামেন। সেখান থেকে ইঞ্জিনচালিত মাহিন্দ্রে চড়ে পাংশার দিয়ে যাচ্ছিলেন। সদর উপজেলা বাসমালিক সমিতির কাছে মাহিন্দ্রটি উলটে গেলে দুর্ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন যশোরের চাঁচড়া এলাকার ওহিদুজ্জামান (৩৬) ও একই এলাকার রায়পাড়া গ্রামের লুৎফর রহমান (৪৫)।

ওহিদুজ্জামান ও লুৎফর বগুড়া থেকে মাছের পোনা নিয়ে পিকআপে করে যশোরে ফিরছিলেন।

পিকআপটি খয়েরতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালিবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের ইঞ্জিন দুমড়েমুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

অপরদিকে, নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় রাসেল নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, শিশু রাসেল গতকাল সকালে মায়ের সঙ্গে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় যোগেন্দ্রনগর থেকে একটি ভ্যান দ্রুতগতিতে চাঁচকৈড়ের দিকে 
যাচ্ছিল। শিশু রাসেল হঠাৎ মায়ের হাত ছেড়ে রাস্তায় দৌঁড় দিলে ভ্যানের নিচে চাপা পড়ে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে