হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ মামলার ২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে মানিকগঞ্জের সিঙ্গাইরের ভূমদক্ষিণ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

গ্রেপ্তারকৃত আবুল হোসেন (৪৫) সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। আজ সোমবার সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৭ মে গার্মেন্টসে কাজ শেষে বাড়ি ফেরার পথে আসামি আবুল হোসেন, মানিক মিয়া, আব্দুল খালেক ও আবুল কালাম ওই নারীকে অপহরণ করেন। এরপর ধল্লা এলাকার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। বিষয়টি জানাজানির পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে সিঙ্গাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরদিন ওই নারীর বাবা বাদী হয়ে আবুল হোসেনসহ তাঁর সহযোগীদের নামে সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আবুল হোসেন ও মানিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৭ সালের ১৪ মে আদালতের বিচারক আসামিদের অনুপস্থিতে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ঘটনার পর থেকে আসামি আবুল হোসেন ও মানিক মিয়া পলাতক ছিলেন।

র‍্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। এরপর গোপন সংবাদের মাধ্যমে গতকাল রোববার দিবাগত রাতে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আবুল হোসেন মানিককে সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে মামলার অপর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া এখনো পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, আসামিকে থানায় হস্তান্তর করার পর আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির