হোম > সারা দেশ > ঢাকা

ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই: জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি কে—এমন প্রশ্ন রেখে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নয় সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘যাদের দাড়ি আছে, টুপি পরেন তাঁদের জঙ্গি বলি। এটা অন্যায়, ভাঁওতাবাজি। ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই। এই ভাঁওতাবাজি বন্ধের জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে।’

মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম দাবি করে তিনি বলেন, ‘ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ। অধর্ম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকারবঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই।’

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি নামাজ পড়ি না বলে আমাকে মুরতাদ বলার অধিকার আপনাদের নেই। নামাজ পড়ি না বলে আমাকে বেত মারার অধিকার আপনার নেই। খোদা এর বিচার করবেন। কিন্তু আলেমদের নামে কেন বলাৎকারের অভিযোগ আসবে? অন্যরা করলে দোষ হয় না কিন্তু আপনারা করলে দোষ হবে। কারণ, মানুষ আপনাদের সম্মান করে।’

আফগানিস্তানে দ্রুত খাদ্যসহায়তা পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তালেবান মুক্তিযোদ্ধা। তারা ২০ বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তাদের সালাম করতে হবে। সেখানে খাদ্যসংকটের কথা উঠেছে। এখানে ১৬ কোটি মানুষ, তালেবানকে কয়েক বছর খাওয়াতে পারেন। 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নয়াটোলা কামিল মাদ্রাসার মোহাদ্দেস ড. মুহাম্মদ এমরানুল হক। 

কামাল উদ্দিন জাফরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ. ইবরাহিম, ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, মুফতি এ কে এম ফারুক সিদ্দিকী। 

 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু