হোম > সারা দেশ > ঢাকা

ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই: জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি কে—এমন প্রশ্ন রেখে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নয় সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘যাদের দাড়ি আছে, টুপি পরেন তাঁদের জঙ্গি বলি। এটা অন্যায়, ভাঁওতাবাজি। ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই। এই ভাঁওতাবাজি বন্ধের জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে।’

মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম দাবি করে তিনি বলেন, ‘ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ। অধর্ম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকারবঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই।’

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি নামাজ পড়ি না বলে আমাকে মুরতাদ বলার অধিকার আপনাদের নেই। নামাজ পড়ি না বলে আমাকে বেত মারার অধিকার আপনার নেই। খোদা এর বিচার করবেন। কিন্তু আলেমদের নামে কেন বলাৎকারের অভিযোগ আসবে? অন্যরা করলে দোষ হয় না কিন্তু আপনারা করলে দোষ হবে। কারণ, মানুষ আপনাদের সম্মান করে।’

আফগানিস্তানে দ্রুত খাদ্যসহায়তা পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তালেবান মুক্তিযোদ্ধা। তারা ২০ বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তাদের সালাম করতে হবে। সেখানে খাদ্যসংকটের কথা উঠেছে। এখানে ১৬ কোটি মানুষ, তালেবানকে কয়েক বছর খাওয়াতে পারেন। 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নয়াটোলা কামিল মাদ্রাসার মোহাদ্দেস ড. মুহাম্মদ এমরানুল হক। 

কামাল উদ্দিন জাফরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ. ইবরাহিম, ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, মুফতি এ কে এম ফারুক সিদ্দিকী। 

 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন