হোম > সারা দেশ > মাদারীপুর

ঈদের পর সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার: শাজাহান খান 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যক্রমে বিরুদ্ধে ঈদের পরই সরকার কঠোর অবস্থানে থাকবে। এভাবেই একটা স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। 

আজ বৃহস্পতিবার মাদারীপুরে কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, দেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক অবস্থান সৃষ্টি, বাজারদর নিয়ন্ত্রণ, দেশ থেকে সন্ত্রাস পরিহার করার অঙ্গীকার সরকারের আছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এরপর সোয়া ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রথম জামাতে নামাজ পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ। দ্বিতীয় নামাজ পড়ান পৌরসভা কমপ্লেক্স মসজিদের ইমাম আলহাজ মাওলানা রুহুল আমিন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়োর হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত