হোম > সারা দেশ > ঢাকা

স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্ব বিরোধী দল সৃষ্টি করা নয়: শামসুল হক টুকু

সাভার (ঢাকা) প্রতিনিধি

জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্ব বিরোধী দল সৃষ্টি করা নয়। নির্বাচিত সকল সংসদ সদস্যদের নিয়ে সংসদ পরিচালনা করা। সে ক্ষেত্রেও মহান সংবিধান আছে, কার্যপ্রণালীবিধি আছে। সে অনুযায়ী দায়িত্ব পালন করবার জন্য আমি শপথ গ্রহণ করেছি। আমি দৃঢ় প্রতিজ্ঞ, সবাইকে নিয়েই সংসদ পরিচালনা করব।’

আজ মঙ্গলবার সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ডেপুটি স্পিকার বলেন, ‘সংসদ তো প্রাণবন্তই আছে। যারা সংসদে আছে, যারা সংসদ পরিচালনা করে, সংসদে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি আছে। তারা তো ইচ্ছামতো বিভিন্ন সময় আলোচনা করে, এখনো প্রাণবন্তই আছে।’

স্মৃতিসৌধে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পরে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আনোয়ার হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান। 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট