হোম > সারা দেশ > রাজবাড়ী

শাশুড়িকে হত্যা, পুত্রবধূ ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে শাশুড়ি হাজেরা বেগমকে হত‍্যার দায়ে পুত্রবধূ ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। 

এ সময় মামলার আরেক আসামি কবির শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত। 

দণ্ডিত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর পশ্চিমপাড়া গ্রামের মো. হাফিজুর রহমানের স্ত্রী স্বপ্না বেগম ও স্বপ্নার প্রেমিক একই ইউনিয়নের কোমরপাড়া গ্রামের মো. সোহেল মিয়া। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট রাত দেড়টার দিকে পুত্রবধূ স্বপ্না আক্তারের চিৎকারে আশপাশের লোকজন তাঁদের ঘরে গিয়ে দেখতে পান হাজেরা বেগম গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। এ সময় পুত্রবধূ স্বপ্না আক্তারের শরীরে ধারালো অস্ত্রের জখম ছিল। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় নিহত হাজেরা বেগমের স্বামী তমিজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তপূর্বক থানা-পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। 

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা