হোম > সারা দেশ > ঢাকা

তেল কম দেওয়ায় রাজধানীর ৩ ফিলিং স্টেশনকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেল কম দিয়ে ক্রেতাদের ঠকাত রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন। প্রমাণ পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর কল্যাণপুরে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে খালেক ফিলিং স্টেশনের দুটি ইউনিটে প্রতি ১০ লিটার তেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ আইনে ৩ লাখ টাকা জরিমানা করেন। পরে পাম্পের ডিসপেন্সিং ইউনিট তিনটি সিলগালা করে দেওয়া হয়। 

জানা গেছে, বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। 

একই অভিযানে রহমান ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৬০ মিলি লিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে সোহরাব সার্ভিস স্টেশনে অভিযান চালিয়ে প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার।

উল্লেখ্য, গতকাল সোমবার ৫০০ টাকার তেল কিনে ৩২০ টাকার তেল পাওয়ায় সোহরাব সার্ভিস স্টেশনের সামনে অবস্থান করেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শেখ ইশতিয়াক আহমেদ। পরে বিষয়টি নিয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগও দিয়েছেন এই প্রতিবাদকারী।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান