হোম > সারা দেশ > ঢাকা

তেল কম দেওয়ায় রাজধানীর ৩ ফিলিং স্টেশনকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেল কম দিয়ে ক্রেতাদের ঠকাত রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন। প্রমাণ পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর কল্যাণপুরে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে খালেক ফিলিং স্টেশনের দুটি ইউনিটে প্রতি ১০ লিটার তেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ আইনে ৩ লাখ টাকা জরিমানা করেন। পরে পাম্পের ডিসপেন্সিং ইউনিট তিনটি সিলগালা করে দেওয়া হয়। 

জানা গেছে, বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। 

একই অভিযানে রহমান ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৬০ মিলি লিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে সোহরাব সার্ভিস স্টেশনে অভিযান চালিয়ে প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার।

উল্লেখ্য, গতকাল সোমবার ৫০০ টাকার তেল কিনে ৩২০ টাকার তেল পাওয়ায় সোহরাব সার্ভিস স্টেশনের সামনে অবস্থান করেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শেখ ইশতিয়াক আহমেদ। পরে বিষয়টি নিয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগও দিয়েছেন এই প্রতিবাদকারী।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন