হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও পছন্দসই জায়গার প্রস্তাব না এলে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশের স্থান নিয়ে এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘পুলিশের কাজ পুলিশ করবে। আমরা আমাদের কাজ করব।’ 

সমাবেশ স্থানের অনুমতি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমরা নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছি। এখনো এ বিষয়ে আলোচনা চলছে। নয়াপল্টনের বিকল্প হিসেবে আমাদের গ্রহণযোগ্য ও পছন্দনীয় জায়গা দিলে আমরা মেনে নেব। পছন্দ না হলে আমরা যে জায়গার জন্য আবেদন করেছি, সেখানেই সমাবেশ করব। যেসব জায়গার কথা বলা হচ্ছে, সেসব জায়গায় সমাবেশ করার অবস্থা নাই।’

খোলা মাঠে সমাবেশ করা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আইন বিএনপির বেলায় এক রকম, আওয়ামী লীগের বেলায় অন্য রকম। এমন তো হতে দেওয়া যায় না। যদি এমন নিয়ম হয়ে যে, রাস্তায় কেউ মিটিং করতে পারবে না, আমরা মেনে নেব। কিন্তু সেটা সবার জন্য হতে হবে।’ 

মির্জা আব্বাস বলেন, ‘গ্রেপ্তার ও ভয়ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশ সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার কেমন জানি একটা আতঙ্কের মধ্যে আছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কর্মীদের হয়রানি করছে। তারা বাসায় থাকতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের ভয়ে কর্মীরা ঘুমাতে পারছে না।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন