হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও পছন্দসই জায়গার প্রস্তাব না এলে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশের স্থান নিয়ে এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘পুলিশের কাজ পুলিশ করবে। আমরা আমাদের কাজ করব।’ 

সমাবেশ স্থানের অনুমতি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমরা নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছি। এখনো এ বিষয়ে আলোচনা চলছে। নয়াপল্টনের বিকল্প হিসেবে আমাদের গ্রহণযোগ্য ও পছন্দনীয় জায়গা দিলে আমরা মেনে নেব। পছন্দ না হলে আমরা যে জায়গার জন্য আবেদন করেছি, সেখানেই সমাবেশ করব। যেসব জায়গার কথা বলা হচ্ছে, সেসব জায়গায় সমাবেশ করার অবস্থা নাই।’

খোলা মাঠে সমাবেশ করা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আইন বিএনপির বেলায় এক রকম, আওয়ামী লীগের বেলায় অন্য রকম। এমন তো হতে দেওয়া যায় না। যদি এমন নিয়ম হয়ে যে, রাস্তায় কেউ মিটিং করতে পারবে না, আমরা মেনে নেব। কিন্তু সেটা সবার জন্য হতে হবে।’ 

মির্জা আব্বাস বলেন, ‘গ্রেপ্তার ও ভয়ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশ সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার কেমন জানি একটা আতঙ্কের মধ্যে আছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কর্মীদের হয়রানি করছে। তারা বাসায় থাকতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের ভয়ে কর্মীরা ঘুমাতে পারছে না।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট