হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গণপরিবহনের সংকট, বাড়তি ভাড়া আদায়

ঈদের ছুটিতে ফাকা রাজধানী। রাজধানীর মানুষ যেমন কমেছে, তেমনি কমেছে গণপরিবহন। দেখা দিয়েছে সংকট। আজ শুক্রবার সকালে মোড়ে মোড়ে অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা জানিয়েছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যেতে গণপরিবহন পাওয়া যাচ্ছে না।

এদিকে দেরিতে পাওয়া এসব পরিবহনে বোনাসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসচালকের সহকারীর বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটছে।

সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা লিংক রোডে বাসের জন্য অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রফিকুল ইসলাম নামের এক যুবক মতিঝিলে যাবেন। জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় ২০ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি পাচ্ছি না।’

একই স্থানে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী নামের আরেক যাত্রী জানান, তিনি যাত্রাবাড়ী যাবেন। ১৫-২০ মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে রাজধানী পরিবহনের চালক মো. জয়নাল বলেন, ‘ঈদে ঢাকায় মানুষ কমে যায়। আর ঢাকায় চলা বেশির ভাগ বাস চলে যায় দূরবর্তী ট্রিপে। যে কারণে ঢাকায় গাড়ির সংকট দেখা দেয়। তবে ঢাকায় বাস একেবারে নেই তা ঠিক না। কিছুক্ষণ অপেক্ষা করলেই যাত্রীরা বাস পেয়ে যাচ্ছে। অন্য সময় ভিড় ঠেলে চলার চেয়ে এখন একটু অপেক্ষা করে তুলনামূলক কম যাত্রী নিয়ে চলা বাসে তারা চলাচল করতে পারছে। এটা তো এক দিক থেকে ভালোই হলো।’

এদিকে ঢাকার প্রতিটি বাসেই বাসচালকের সহকারীরা যাত্রীদের কাছে বোনাস দাবি করছেন। ১০ টাকা ভাড়ার স্থলে আরও ১০ টাকা দাবি করছেন। ৩০ টাকা ভাড়ার স্থলে আদায় করা হচ্ছে ৫০ টাকা। কোথাও কোথাও আরও বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রায় প্রত্যেকের সঙ্গে চালকের সহকারীর বচসা হচ্ছে।

গাবতলী থেকে মিরপুর ও নতুন বাজার হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারগামী অছিম পরিবহনে সব যাত্রীর কাছেই বোনাস হিসেবে বাড়তি ভাড়া দাবি করা হয়। এ সময় চালকের সহকারীর সঙ্গে ঝগড়ায় পেরে না উঠে অনেকেই বাড়তি ভাড়া দিয়ে দেন। তবে কেউ কেউ বাড়তি টাকা না দেওয়ার ব্যাপারে অনড় থাকেন।

এ সময় এক যাত্রী বলেন, ‘বাসচালক ও সহকারীকে বোনাস দেবেন বাসের মালিক। আমরা যাত্রীরা কেন তাদের বোনাস দেব? এমনিতেই প্রতিদিন আমাদের গলাকাটা ভাড়া দিয়ে বাসে চলতে হয়। তার ওপর প্রতি ঈদে আমাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়। এসব বন্ধ হওয়া উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে অছিম পরিবহনের চালকের সহকারী নুরুল ইসলাম সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তিনি বলেন, প্রতি ঈদেই যাত্রীদের কাছ থেকে বোনাস হিসেবে তাঁরা বাড়তি ভাড়া আদায় করে থাকেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির