হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

আজকের পত্রিকা ডেস্ক­

ফার্মেসি ও মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়া এলাকায় জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামতের সুবিধা নিশ্চিত করতে ফার্মেসি এবং মেরামত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একটি দল। আজ রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে এ বিষয়ে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে একদল শিক্ষার্থী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটরসাইকেল মেরামত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত-বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। টিউশনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল ও মোটরসাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে প্রয়োজনীয় বাহন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটরসাইকেল মেরামতের কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেই। তাই জরুরি ভিত্তিতে হলপাড়ায় এ দুটি পরিষেবা স্থাপন করতে হবে। এ সময় উপাচার্য এ সমস্যার সমাধান করতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষার্থী লিমন হাসান, আব্দুল্লাহ মু তানভীর, আহমেদ হোসেন জনি, নুরুল গণি ছগীর ও হাসিবুল ইসলাম।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯