হোম > সারা দেশ > মানিকগঞ্জ

রোগীসহ ৮ জন নিয়ে ছিঁড়ে পড়ল হাসপাতালের লিফট

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের লিফট ছিঁড়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাত্র তিন দিন আগে অস্ত্রোপচারের রোগী কাকলি আক্তারও (২৫) রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের তিনতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

১৫ দিন আগেও একইভাবে ওই লিফটের তার ছেঁড়ার ঘটনা ঘটে। অবশ্য সে সময় কেউ আহত হননি।

আহত অন্যরা হলেন সদর উপজেলার বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৪), পালড়া গ্রামের মনির হোসেন (৩৫) ও মনোয়ারা বেগম (৩২) এবং জেলার সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের জেরিন আক্তার (২০) ও আয়েশা আক্তার (২১)। এ ছাড়া আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের ব্যবস্থাপক বাবুল আতোয়ার খান বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি লিফট ছিঁড়ে নিচে পড়ে গেছে। এ সময় লিফটে থাকা আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।’

বাবুল আরও বলেন, ‘ছিঁড়ে যাওয়া লিফটে রোগী ও তাঁদের স্বজনেরা ছিলেন। নিচে পড়ে তাঁরা সবাই আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে, পা ভেঙে গেছে এবং কোমরে ব্যথা পেয়েছেন। এ ছাড়া তিন দিন আগে অপারেশন হওয়া কাকলি আক্তার নামের এক রোগী গুরুতর আহত হয়েছেন। আহত আটজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে