হোম > সারা দেশ > মানিকগঞ্জ

রোগীসহ ৮ জন নিয়ে ছিঁড়ে পড়ল হাসপাতালের লিফট

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের লিফট ছিঁড়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাত্র তিন দিন আগে অস্ত্রোপচারের রোগী কাকলি আক্তারও (২৫) রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের তিনতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

১৫ দিন আগেও একইভাবে ওই লিফটের তার ছেঁড়ার ঘটনা ঘটে। অবশ্য সে সময় কেউ আহত হননি।

আহত অন্যরা হলেন সদর উপজেলার বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৪), পালড়া গ্রামের মনির হোসেন (৩৫) ও মনোয়ারা বেগম (৩২) এবং জেলার সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের জেরিন আক্তার (২০) ও আয়েশা আক্তার (২১)। এ ছাড়া আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের ব্যবস্থাপক বাবুল আতোয়ার খান বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি লিফট ছিঁড়ে নিচে পড়ে গেছে। এ সময় লিফটে থাকা আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।’

বাবুল আরও বলেন, ‘ছিঁড়ে যাওয়া লিফটে রোগী ও তাঁদের স্বজনেরা ছিলেন। নিচে পড়ে তাঁরা সবাই আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে, পা ভেঙে গেছে এবং কোমরে ব্যথা পেয়েছেন। এ ছাড়া তিন দিন আগে অপারেশন হওয়া কাকলি আক্তার নামের এক রোগী গুরুতর আহত হয়েছেন। আহত আটজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট