হোম > সারা দেশ > মানিকগঞ্জ

রোগীসহ ৮ জন নিয়ে ছিঁড়ে পড়ল হাসপাতালের লিফট

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের লিফট ছিঁড়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাত্র তিন দিন আগে অস্ত্রোপচারের রোগী কাকলি আক্তারও (২৫) রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের তিনতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

১৫ দিন আগেও একইভাবে ওই লিফটের তার ছেঁড়ার ঘটনা ঘটে। অবশ্য সে সময় কেউ আহত হননি।

আহত অন্যরা হলেন সদর উপজেলার বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৪), পালড়া গ্রামের মনির হোসেন (৩৫) ও মনোয়ারা বেগম (৩২) এবং জেলার সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের জেরিন আক্তার (২০) ও আয়েশা আক্তার (২১)। এ ছাড়া আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের ব্যবস্থাপক বাবুল আতোয়ার খান বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি লিফট ছিঁড়ে নিচে পড়ে গেছে। এ সময় লিফটে থাকা আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।’

বাবুল আরও বলেন, ‘ছিঁড়ে যাওয়া লিফটে রোগী ও তাঁদের স্বজনেরা ছিলেন। নিচে পড়ে তাঁরা সবাই আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে, পা ভেঙে গেছে এবং কোমরে ব্যথা পেয়েছেন। এ ছাড়া তিন দিন আগে অপারেশন হওয়া কাকলি আক্তার নামের এক রোগী গুরুতর আহত হয়েছেন। আহত আটজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির