হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে কপি খেত থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে বাড়ির পাশের জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

তিনি উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের মৃত খালেক উদ্দিনের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, সকালে রফিকুলের মরদেহ বাড়ির পাশের এক কপি খেতে দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া তার গলায় গামছা প্যাঁচানো ছিল। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী মালেকা বেগম বলেন, ‘আমাদের পরিবারের সাথে তাঁর চাচা মোস্তফার সঙ্গে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। তিন দিন আগেও আমাদের পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় তারা। গত মঙ্গলবার রাতে আমরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লে তাঁর মোবাইলে একটি কল আসে। এ সময় জানানো হয় আমাদের বাড়িতে পুলিশ আসতেছে। তাকে বাড়ি থেকে চলে যেতে। বাড়ি থেকে সে গেলে আর ফিরে আসেনি। সকালে বাড়ির পাশে তাঁর মরদেহ দেখতে পাই। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

এ ঘটনায় অভিযুক্ত মোস্তফাদের বাড়ির সব ঘর তালাবদ্ধ ও লোকজন না থাকায় কাউকে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘তাদের পরিবারের সাথে মোস্তফা পরিবারের মামলা বিরোধ ও মামলা চলছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট