হোম > সারা দেশ > ঢাকা

আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভালো থাকবে: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোগ যত কম হবে দেশের মানুষ অর্থনৈতিকভাবে ততটাই ভালো থাকবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শারফুদ্দিন আহমেদ বলেন, রোগ হলে কাজ বন্ধ থাকবে, ফলে উৎপাদনশীলতা কমে যাবে। আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভালো থাকবে। এ জন্য আমাদের প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে। এ কাজে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান উপাচার্য।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণার ফলে স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দিন যাচ্ছে এ বিভাগের গুরুত্ব ততটাই বাড়ছে। করোনা মহামারির মধ্যে পাবলিক হেলথের গুরুত্ব বহুগুণ বেড়েছে। প্রধানমন্ত্রীও গবেষণায় বিশেষ জোর দিয়েছেন। জনস্বাস্থ্যবিদেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে বিভাগে নতুন ভর্তি ১৬ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিভাগটির সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ও বিভাগ নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক। 

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি