হোম > সারা দেশ > ঢাকা

২৮ মামলার আসামি জীবন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন মনোয়ার হাসান জীবন। তিনি ২৮টি মামলার আসামি হলেও মোহাম্মদপুরে কাটাতেন প্রভাবশালী জীবন। অবশেষে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় রাজধানীর দারুস সালাম এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শনিবার বিকেলে র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাযহারুল ইসলাম এসব তথ্য জানান। 

র‍্যাব কর্মকর্তা বলেন, এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু করতে হলে জীবনকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে তার ক্যাডার বাহিনীর মাধ্যমে কাজ বন্ধ করে দিত। অস্ত্রধারী ও প্রভাবশালী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করতেন না। কেউ অভিযোগ করলে তাঁকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো ও মারপিট করা হতো। 

মাযহারুল ইসলাম জানান, জীবন হাসান ২০১৭ সালে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এস আর পলাশ নামে একজনকে হত্যা করে। আদাবর থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা চলছে। এ ছাড়া একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা রয়েছে তাঁর। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি গাড়িতে আগুন দিয়ে দুজন মহিলাকে পুড়িয়ে হত্যা করারও একটি মামলা তদন্তাধীন রয়েছে। 

জানা যায়, জীবনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ১৯৯০ সালে লক্ষ্মীপুর থেকে তাঁর বাবার সঙ্গে ঢাকায় চলে আসেন তিনি। এর কিছুদিন পরে অপরাধে জড়িয়ে পড়েন জীবন। ২০১০ সালে আলোচিত ওহিউদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দুই বছর কারাগারে ছিলেন। পরে কারাগার থেকে বের হয়ে বেপরোয়া জীবনযাপন, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্ম করতে থাকেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর থানাসহ বিভিন্ন থানায় খুন ও বিস্ফোরক মামলা রয়েছে। 

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২