হোম > সারা দেশ > ঢাকা

জুরাইনে গ্যাসের আগুন দগ্ধ ৫: সকালে স্ত্রীর মৃত্যুর পর বিকেলে চলে গেলেন স্বামী

ঢামেক প্রতিবেদক

রাজধানীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে চিকিৎসাধীন আতাহার আলী (৩৫) মারা গেছেন। তাঁর শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান আতাহারের স্ত্রী মুক্তা খাতুন (৩০)। 

গত রোববার দিবাগত রাত ২টার দিকে মাতবর বাজার সলিমুল্লাহ রোড মন্নান মাস্টারের ৪ তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। 

আতাহারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল আতাহারের। তাঁর মেয়ে আফসানা (৫) ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। আতাহারের স্ত্রী মুক্তার বাবা আলতাফ সিকদার (৭০), মা মর্জিনা বেগমকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তাঁদের হাসপাতালে নিয়ে আসা আলতাফ শিকদারের শ্যালক মো. মাহবুব ঘটনার দিন জানান, ওই রাতে তিনি খবর পান, আলতাফ শিকদারের বাসায় বিস্ফোরণ হয়েছে। তখন তিনি ওই বাসায় গিয়ে অন্যদের সহযোগিতায় দগ্ধ পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, ওই বাসায় তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। তবে সকালে লাইনে গ্যাস থাকে না। সকালে খাওয়ার জন্য মধ্যরাতেই তাঁরা রান্না করে রাখেন। তাঁর ধারণা, নিচতলার বাসায় রাতে লিকেজ হয়ে ভেতরে গ্যাস জমে ছিল। মধ্যরাতে রান্নার সময় সেখান থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। 

আতাহারের ভাই দেলোয়ার হোসেন জানান, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গজালিয়া গ্রামে। বাবার নাম আব্দুল হক। আতাহার গ্রামে অটোরিকশা চালাতেন। এক সপ্তাহ আগে স্ত্রী মুক্তা খাতুন ও মেয়েকে নিয়ে জুরাইনে শ্বশুরের বাসায় বেড়াতে এসেছিলেন।

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ