হোম > সারা দেশ > ঢাকা

আড়াই বছর পর মায়ের বুকে ফিরল শিশু রায়হান

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)  

বিমানবন্দর রেলস্টেশনের রেলওয়ে পুলিশ শিশু রায়হানকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর গ্রামের নয় বছর বয়সী শিশু রায়হান হোসেন। আজ থেকে আড়াই বছর আগে নিখোঁজ হয়েছিল সে। হন্যে হয়ে খুঁজে পায়নি তার পরিবার। অবশেষে রেলওয়ে পুলিশের সহযোগীতায় মা খুঁজে পেয়ে রায়হান।

বিমানবন্দর রেলস্টেশনে রায়হানকে বুধবার (১৬ এপ্রিল) রায়হানকে এদিক ওদিক ঘুরাঘুরি দেখতে পায় রেলওয়ে পুলিশ। পরে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে, সঠিকভাবে জানাতে পারে নি। তারপর গল্পে মত্ত হয় পুলিশ। এক পর্যায়ে সে তার নাম-ঠিকানা জানাতে সক্ষম হয়।

অতঃপর গ্রামের থাকা তার মা ববিতা বেগমকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিমানবন্দর রেলস্টেশনের রেলওয়ে পুলিশের কাছ থেকে আড়াই বছর আগে হারিয়ে যাওয়া শিশু সন্তান রায়হানকে পেয়ে আবেগে আপ্লুত হন তিনি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশনে একটু শিশু ছেলেকে ঘুরাঘুরি করতে দেখতে পান রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। পরে তাকে ঠিকানা ও বাবা মায়ের জিজ্ঞাসা করলে শিশুটি বলতে পারে নি। অতঃপর তার সঙ্গে ভ্রাম্যমাণ জীবনের গল্পের এক পর্যায়ে ছেলেটি তার ঠিকানা জানায় পুলিশকে।’

তিনি বলেন, ‘রায়হান নিখোঁজের পর থেকে বিভিন্ন স্টেশনে স্টেশনে ঘুরে বেড়িয়েছে। রাত কাটিয়েছে। যে যা দিয়েছে তা খেয়ে জীবনযাপন করেছে। সর্বশেষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসেছিল রায়হান।’

রায়হানের মা ববিতা বেগম বলেন, ‘রায়হানের বাবা নেই। তিন ভাই ও এক বোনের মধ্যে রায়হান দ্বিতীয়। তার বড় ভাইও নিখোঁজ। রায়হানকে পেয়ে পুলিশকে ধন্যবাদ প্রকাশ করার ভাষা আমার জানা নেই।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট