হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অভিমুখে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অভিমুখে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে গণজমায়েতে অংশগ্রহণের উদ্দেশ্যে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে রওনা হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে জুলাই ঐক্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই মিছিলের যাত্রা শুরু হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা নূর নবী, ফয়সাল মুরাদ, ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক রক্তপাতের দায়ে অভিযুক্ত, এমন রাজনৈতিক গোষ্ঠীর দেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।’

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘এই লং মার্চ কোনো রাজনৈতিক দলের নয়, এটি গণ-আন্দোলনের অংশ। জুলাই ঘোষণার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থী ও সাধারণ মানুষই এখন এই আন্দোলনের মূল চালিকাশক্তি।’

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের