হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অভিমুখে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অভিমুখে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে গণজমায়েতে অংশগ্রহণের উদ্দেশ্যে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে রওনা হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে জুলাই ঐক্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই মিছিলের যাত্রা শুরু হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা নূর নবী, ফয়সাল মুরাদ, ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক রক্তপাতের দায়ে অভিযুক্ত, এমন রাজনৈতিক গোষ্ঠীর দেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।’

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘এই লং মার্চ কোনো রাজনৈতিক দলের নয়, এটি গণ-আন্দোলনের অংশ। জুলাই ঘোষণার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থী ও সাধারণ মানুষই এখন এই আন্দোলনের মূল চালিকাশক্তি।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট