হোম > সারা দেশ > ঢাকা

বেনাপোল এক্সপ্রেসে আগুন: রেল মন্ত্রণালয়ের তদন্তেও সন্দেহ ৩ যুবককে নিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।

জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।

গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।

এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।

আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট