হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বাজারে আগুন, নেভাতে গিয়ে ব্যবসায়ী দগ্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল বাজারে আগুনে পুড়ছে দোকান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার শিরুয়াইল বাজারে এ আগুন লাগে। তা নেভাতে গিয়ে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে তিনটি দোকান পুড়ে ৭ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের রোকন ফকিরের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে রোকনের রেস্তোরাঁ পুড়ে প্রায় ৪ লাখ, মানিক দাসের সেলুন পুড়ে প্রায় ৮০ হাজার ও ইলিয়াস খালাসীর মুরগির দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তিনটি দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯