হোম > সারা দেশ > ঢাকা

আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধ, শাহবাগ এলাকায় তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখছেন। অবরোধের ফলে সায়েন্সল্যাব-কাঁটাবন মোড়, মতিঝিল-ফার্মেগেট-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। 

মাহমুদ হোসেন নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সকাল মোহাম্মদপুর থেকে মতিঝিলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আন্দোলনের ফলে জ্যামে আটকে থাকার পর এখন হাঁটতেছি। দেখি কেমনে যাওয়া যায়।’

হিজবুল্লাহ নামের এক আন্দোলনকারীর কাছে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় আছি। আমাদের জাতীয়করণ করতে হবে। আর কোনো কথা নেই। আমাদের এক দফা। এই এক দফা মানতে হবে। এক দফা না মানা পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।’

আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের অবরোধের ফলে যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার