হোম > সারা দেশ > ঢাকা

আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধ, শাহবাগ এলাকায় তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখছেন। অবরোধের ফলে সায়েন্সল্যাব-কাঁটাবন মোড়, মতিঝিল-ফার্মেগেট-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। 

মাহমুদ হোসেন নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সকাল মোহাম্মদপুর থেকে মতিঝিলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আন্দোলনের ফলে জ্যামে আটকে থাকার পর এখন হাঁটতেছি। দেখি কেমনে যাওয়া যায়।’

হিজবুল্লাহ নামের এক আন্দোলনকারীর কাছে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় আছি। আমাদের জাতীয়করণ করতে হবে। আর কোনো কথা নেই। আমাদের এক দফা। এই এক দফা মানতে হবে। এক দফা না মানা পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।’

আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের অবরোধের ফলে যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার