হোম > সারা দেশ > ঢাকা

আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধ, শাহবাগ এলাকায় তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখছেন। অবরোধের ফলে সায়েন্সল্যাব-কাঁটাবন মোড়, মতিঝিল-ফার্মেগেট-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। 

মাহমুদ হোসেন নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সকাল মোহাম্মদপুর থেকে মতিঝিলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আন্দোলনের ফলে জ্যামে আটকে থাকার পর এখন হাঁটতেছি। দেখি কেমনে যাওয়া যায়।’

হিজবুল্লাহ নামের এক আন্দোলনকারীর কাছে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবস্থায় আছি। আমাদের জাতীয়করণ করতে হবে। আর কোনো কথা নেই। আমাদের এক দফা। এই এক দফা মানতে হবে। এক দফা না মানা পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।’

আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের অবরোধের ফলে যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন