হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে বাসচাপায় নারী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর এলাকা যাত্রীবাহী বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম নাজমুন নাহার হ্যাপী (৬০)।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা ওই নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাতে বিমানবন্দর গোলচত্বরে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই নারীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

এসআই বলেন, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক রাজুকে (৩২) আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওই নারীর কোনো আত্মীয়স্বজন পাওয়া যায়নি। তাঁর কাছে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে। সেখান থেকে জানা গেছে, নিহত নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার বটতলা চক্ষু হাসপাতালের পাশে। বর্তমানে দক্ষিণখান আশকোনা এলাকায় থাকতেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু