হোম > সারা দেশ > ঢাকা

২ মাস আগে প্রেমের বিয়ে, স্বামীর লাশ ঝুলছিল ফ্যানে, স্ত্রী জানালার গ্রিলে

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-জোবায়ের হোসেন বিপুল (২৭) ও স্ত্রী মনিষা আক্তার (১৮)।

আজ শনিবার দুপুর ১টার দিকে রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকায় বাসার ৩ তলা থেকে মরদেহ উদ্ধার করে রামপুরা থানা-পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

জোবায়েরের বাড়ি পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে। মনিষার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। বাবার নাম হোসাইন ব্যাপারী। তারা রামপুরার চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকার বাসায় ভাড়া থাকত।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাছেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রামপুরার ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভেতরে ঢুকে দেখা যায়, জোবায়ের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ও স্ত্রী মনিষা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, জানতে পেরেছি তারা দুইমাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। জোবায়েরের রামপুরায় মোটরসাইকেল মেরামতের দোকান ছিল। ওই বাসায় তারা দুজন ভাড়া থাকতো। জোবায়ের রাতে তার এক বন্ধুর মোবাইলে কার কাছে কত টাকা পাবে এবং ব্যাংক ও বিকাশের পিন নম্বর পাঠায়। সকালে মোটর গ্যারেজের এক কর্মচারী বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। পরে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তারা ঘরের ভেতরে ঝুলছে। পরে থানায় খবর দেয়।

ধারনা করা হচ্ছে, পরিবারিক কলহের জের ধরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেন এই পুলিশ কর্মকর্তা।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক