হোম > সারা দেশ > ঢাকা

হাজি সেলিম এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

হাজী সেলিম। ফাইল ছবি

রাজধানীর ঢাকায় আলিয়া মাদ্রাসার সামনে মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

সকালে হাজি সেলিমকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানার ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে আসলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তী সময় তাঁর সহযোদ্ধারা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. ফজলুর করিম।

গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে আটক করা হয়। পরে ২ সেপ্টেম্বর আদালতে হাজির করে লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এক দিন পরই রিমান্ড থেকে আদালতে পাঠানো হয়। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়। এরপর চকবাজার ও লালবাগ থানার আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস