হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ঘরের মেঝেতে হাত-পা-মুখ বাঁধা যুবকের মরদেহ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় এক যুবকের মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। হাত-পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিলেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

আজ সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় আলম মিয়ার মালিকানাধীন বাড়িতে এ মরদেহ উদ্ধারকাজ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশের। 

নিহত ব্যক্তির নাম দুরুল হুদা (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর ফতেহপুর গ্রামের বাহের আলীর ছেলে। স্ত্রী মেহেরুন্নেসাসহ আশুলিয়ায় থাকতেন তিনি। দুরুল পেশায় একটি কীটনাশক কারখানার প্যাকিংম্যান হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহতের স্ত্রী আজ বেলা আড়াইটার পর কারখানা থেকে ফিরে বাসায় ঢুকে নিজের স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় তিনি আশপাশের লোকদের খবর দেন। দুরুল হুদার লাশ ঘরের মেঝেতে পড়ে ছিল। তাঁর হাত-পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। 

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাড়া বাসায় কী কারণে যুবক হত্যাকাণ্ডের শিকার হলেন, সব বিষয় মাথায় রেখে তদন্ত করছি। পিবিআই ক্রাইম সিন আসলে সুরতহাল শুরু করা হবে।’ 

পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত অতিদ্রুতই জানানো হবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক