হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর টোল প্লাজায় বিদ্যুৎ বিভ্রাট, ৮ মিনিট টোল আদায় বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৮ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল আদায়। রোববার সন্ধ্যা ৭টা ১ মিনিটে হঠাৎ করে টোল প্লাজার বিদ্যুৎ চলে যায়। এ সময় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ৮ মিনিট পর সন্ধ্যা ৭টা ৯ মিনিটে পুনরায় বিদ্যুৎ ফিরে আসে টোল প্লাজায়। 

রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা প্রান্তের টোল প্লাজায় দায়িত্বে থাকা সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হোসেন। তিনি জানান, সকাল থেকে নিয়মতান্ত্রিকভাবে যানবাহনের টোল আদায় করা হচ্ছিল। সন্ধ্যা ৭টা ১ মিনিটের দিকে কারিগরি সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায়। পরবর্তী সময়ে জেনারেটর সচল করে টোল প্লাজার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। এর পরপরই বিদ্যুৎ চলে আসে। এ সময় প্রায় ৮ মিনিট টোল আদায় বন্ধ ছিল। 

সরেজমিন দেখা যায়, সন্ধ্যা ৭টা ১ মিনিটে বিদ্যুৎ চলে যায়। এ সময় কিছু সময়ের জন্য টোল প্লাজা এলাকায় অন্ধকার নেমে আসে। বন্ধ হয়ে যায় টোল আদায়। টোল প্লাজার ৬টি কাউন্টারের সামনে হাজার হাজার মোটরসাইকেল ও যাত্রী-পণ্যবাহী যানবাহন আটকে থাকতে দেখা যায়। অপেক্ষমাণ যাত্রী ও চালকেরা টোল প্লাজার সামনে অপেক্ষা করতে থাকেন। বিদ্যুৎ ফিরে এলে পুনরায় টোল আদায় শুরু করে কর্তৃপক্ষ। 

টোল আদায় করা কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৬ হাজার ৭৬২টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ৪৩৮টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত দিয়ে মোট ১৫ হাজার ২০০টি যানবাহন পারাপার করেছে। দুই প্রান্ত থেকে মোট ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে জাজিরা প্রান্তে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ ও মাওয়া প্রান্ত থেকে আদায় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ