হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ, জানাল নগদ ও ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনটি ভেন্যুতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের অর্থায়নে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। তবে ‘অনিবার্য কারণে’ কাতার বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো হবে না।

নগদের হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সেমিফাইনাল থেকে যথারীতি বড় পর্দায় খেলা দেখানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে না উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৷

সাদ্দাম হোসেন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাবে। স্বাভাবিকভাবেই এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার বহিরাগতদের খেলা দেখতে না আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর, টিএসসির সড়ক দ্বীপ ও হাজি মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু