হোম > সারা দেশ > ঢাকা

তিতুমীর কলেজে ছাত্রদলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর তিতুমীর কলেজে হেলাল উদ্দিন নাঈম (২৬) নামের এক বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আহত নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাঈম তিতুমীর কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমার্জেন্সি ও ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের সদস্য।

আজ সোমবার (২৬ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়।

আহত হেলাল উদ্দিন নাঈম বলেন, ‘দীর্ঘ ৯ মাস কয়েকটি হল বন্ধ। সেই হল খোলার দাবিতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাত দিন ধরে আন্দোলন করছিল। আজকেও আন্দোলন করছিল তারা। দুপুরের দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। পরে আমি গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। ভিডিও শুরুর ৮-৯ সেকেন্ডের ভেতরে ছাত্রদলের নেতা-কর্মীরা আমার ওপর হামলা করেন। পরে তাঁরা আমাকে অধ্যক্ষের রুমে নিয়ে কিছুক্ষণ আটকে রেখে মারধর করে স্বীকারোক্তি নিতে চেয়েছিলেন। তারপরে আমার সহযোদ্ধারা সেখান থেকে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’

হেলাল উদ্দিন আরও বলেন, ‘আমি তিতুমীর কলেজে ২০১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের ছাত্র এবং কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমার্জেন্সি ও ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের সদস্য। তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, আরিফ মোল্লা, রিমু হোসেন, আহ্বায়ক সদস্য আলামিন, জহিরুল ইয়ামিন, রানা আহমেদসহ সবাই আমার ওপর হামলা করেন। এ ঘটনায় আমিসহ অনেক শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছে। এ জন্যই কি আমরা জুলাই আন্দোলন করেছিলাম?’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, তিতুমীর কলেজ থেকে আহত অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। চিকিৎসার পর তাঁকে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ