হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাপক রাশিদুল হাসান মারা গেছেন 

ঢাবি প্রতিনিধি

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাবির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। উনি ট্যুরিজমের জন্য বিশাল অবদান রেখেছেন। আমরা তাঁর জন্য দোয়া চাই।’ 

বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে উল্লেখ করেন অধ্যাপক বদরুজ্জামান। 

অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান সদালাপী ও বিনয়ী চরিত্রের গুণী শিক্ষক; শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ঢাবিতে বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট