ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাবির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। উনি ট্যুরিজমের জন্য বিশাল অবদান রেখেছেন। আমরা তাঁর জন্য দোয়া চাই।’
বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে উল্লেখ করেন অধ্যাপক বদরুজ্জামান।
অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান সদালাপী ও বিনয়ী চরিত্রের গুণী শিক্ষক; শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ঢাবিতে বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’