হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী স্টেশনে চাঁদা না দেওয়ায় কর্মকর্তাকে হুমকি: যুবদল নেতা বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি

মাহমুদুল হাসান চৌধুরী সুমন। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার চাঁদা না দেওয়ায় নরসিংদী রেলওয়ের এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে যুবদলের এই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন রেলওয়ে স্টেশনমাস্টার এ টি এম মুছা।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছেন। তাঁরা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসান এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি রাতে সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশনমাস্টারসহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাঁরা বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয় সুমনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের যেকোনো পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার অনুরোধও জানানো হয়।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান