হোম > সারা দেশ > ঢাকা

ইউজিসির কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। আজ রোববার থেকে দুই দিনব্যাপী এই বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। ইউজিসি আয়োজিত বিজনেস ইংলিশ কোর্সের উদ্বোধন করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, ইংরেজির গুরুত্ব বিবেচনায় প্রাথমিক স্তর থেকে বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয়। ইংরেজি ভাষার জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরভাবে যোগাযোগ করা যায়। উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসিকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রায়ই যোগাযোগ করতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো গেলে ইউজিসির কর্মকর্তারা বিদেশি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন। 

অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল নানাবিধ সহযোগিতা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ইউজিসির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিজনেস ইংলিশ কোর্সের আয়োজন করা হয়েছে। আশা করি, ইউজিসিতে কর্মরতদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ইংলিশ কোর্স খুবই ফলপ্রসূ হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং সঠিকভাবে ইংলিশে যোগাযোগ করতে এটি সাহায্য করবে। 

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্স থেকে ইউজিসির কর্মকর্তারা বিদেশি ভাষা হিসেবে ইংলিশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।

এই প্রশিক্ষণ কোর্স ইউজিসির দক্ষ জনবল তৈরিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান। 

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এবং ইউজিসির সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার