হোম > সারা দেশ > ঢাকা

ইউজিসির কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। আজ রোববার থেকে দুই দিনব্যাপী এই বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। ইউজিসি আয়োজিত বিজনেস ইংলিশ কোর্সের উদ্বোধন করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, ইংরেজির গুরুত্ব বিবেচনায় প্রাথমিক স্তর থেকে বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয়। ইংরেজি ভাষার জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরভাবে যোগাযোগ করা যায়। উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসিকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রায়ই যোগাযোগ করতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো গেলে ইউজিসির কর্মকর্তারা বিদেশি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন। 

অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল নানাবিধ সহযোগিতা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ইউজিসির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিজনেস ইংলিশ কোর্সের আয়োজন করা হয়েছে। আশা করি, ইউজিসিতে কর্মরতদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ইংলিশ কোর্স খুবই ফলপ্রসূ হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং সঠিকভাবে ইংলিশে যোগাযোগ করতে এটি সাহায্য করবে। 

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্স থেকে ইউজিসির কর্মকর্তারা বিদেশি ভাষা হিসেবে ইংলিশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।

এই প্রশিক্ষণ কোর্স ইউজিসির দক্ষ জনবল তৈরিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান। 

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এবং ইউজিসির সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু