হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের ওপর থেকে ইন্টারনেট-ডিস কেব্‌ল ২৪ ঘণ্টার মধ্যে না সরালে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিস সংযোগের কেব্‌ল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব কেব্‌ল বা তার সরিয়ে নিতে কেব্‌ল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। নির্দিষ্ট সময়ের মধ্যে না সরালে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে চিঠিতে। 

গতকাল বৃহস্পতিবার কেব্‌ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দিয়েছেন এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার। চিঠিতে মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের কেব্‌ল টিভি লাইন (ডিস লাইন) ও ইন্টারনেটের তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের অনুরোধ করা হয়েছে। 

চিঠিতে বলা হয়, এমআরটি লাইন-৬ এখন শুক্রবার ছাড়া প্রতিদিন নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত বাণিজ্যিকভাবে নিয়মিত ট্রেন চলছে। ঢাকা মহানগরীর জনসাধারণ নিরাপদে, স্বচ্ছন্দে ও স্বল্প সময়ে মেট্রোরেলে যাতায়াতের সুফল ভোগ করছেন। এখন প্রতিদিন গড়ে ২ লাখ ৯০ হাজার যাত্রী মেট্রো ট্রেনে যাতায়াত করছেন।

চিঠিতে ইন্টারনেট ও ডিস কেব্‌ল অপসারণের বিষয়ে বলা হয়েছে, এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে বিভিন্ন ভবনে কেব্‌ল টিভি লাইন (ডিস লাইন) ও ইন্টারনেটের কেব্‌ল সংযোগ দেওয়া হয়েছে। প্রাথমিক সার্ভেতে দেখা গেছে, প্রায় ৫১টি ভবনে বর্তমানে এ ধরনের সংযোগ দেওয়া হয়েছে। এতে যেকোনো মুহূর্তে কেব্‌ল ছিঁড়ে উচ্চক্ষমতাসম্পন্ন মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপরে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। 

এই অবস্থায় ইন্টারনেট ও ডিস কেব্‌ল অপসারণের অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে ডিএমটিসিএলের পরিচালনাধীন এমআরটি লাইন ৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের কেব্‌ল টিভি লাইন ও ইন্টারনেটের কেব্‌ল আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষ অনুরোধ করা হলো। অন্যথায় ডিএমটিসিএল জনস্বার্থে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট