হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানের ২ আওয়ামী লীগ নেতা বংশাল থেকে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হত্যাচেষ্টার মামলায় রাজধানীর বংশাল থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে রায় সাহেব এলাকা তাঁদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ। 

গ্রেপ্তারেরা হলেন—দক্ষিণখান আশকোনা ডিলার বাড়ির কমর উদ্দিনের ছেলে ও আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) এবং একই বাড়ির রোকন আলীর ছেলে ও দক্ষিণখান থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, ‘গত ৪ আগস্ট বিমানবন্দরের ১ নং সেক্টরের মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্যদের সঙ্গে ভিকটিম এনামুল হক মিহন (১৬) অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ ১৪ দলের সহস্রাধিক নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর লাঠিচার্জ ও এলোপাতাড়ি গুলি করে। এতে ভিকটিম এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরবর্তীতে আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।’ 

তিনি বলেন, ‘এ ঘটনায় গত ৫ অক্টোবর ডিএমপির বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ওই মামলায় ১৫৯ জনের নাম উল্লেখ করে এবং সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। মামলার ৭১ নম্বর আসামি সাত্তার ডিলার এবং ৭৩ নম্বর আসামি সুজন ডিলার।’ 

ওসি এরশাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বংশালের রায়সাহেব বাজার এলাকা থেকে পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে গ্রেপ্তার করা হয়।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু