হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানের ২ আওয়ামী লীগ নেতা বংশাল থেকে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হত্যাচেষ্টার মামলায় রাজধানীর বংশাল থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে রায় সাহেব এলাকা তাঁদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ। 

গ্রেপ্তারেরা হলেন—দক্ষিণখান আশকোনা ডিলার বাড়ির কমর উদ্দিনের ছেলে ও আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) এবং একই বাড়ির রোকন আলীর ছেলে ও দক্ষিণখান থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, ‘গত ৪ আগস্ট বিমানবন্দরের ১ নং সেক্টরের মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্যদের সঙ্গে ভিকটিম এনামুল হক মিহন (১৬) অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ ১৪ দলের সহস্রাধিক নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর লাঠিচার্জ ও এলোপাতাড়ি গুলি করে। এতে ভিকটিম এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরবর্তীতে আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।’ 

তিনি বলেন, ‘এ ঘটনায় গত ৫ অক্টোবর ডিএমপির বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ওই মামলায় ১৫৯ জনের নাম উল্লেখ করে এবং সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। মামলার ৭১ নম্বর আসামি সাত্তার ডিলার এবং ৭৩ নম্বর আসামি সুজন ডিলার।’ 

ওসি এরশাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বংশালের রায়সাহেব বাজার এলাকা থেকে পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে গ্রেপ্তার করা হয়।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর