হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ভূমি কর্মকর্তার ওপর হামলা খাসজমি দখলদারদের

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার 

সাভারে সরকারি জমি উদ্ধারের চেষ্টা ভূমি অফিসের। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে সরকারি জমি উদ্ধারের জন্য দখলদারদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ভূমি অফিসের এক কর্মকর্তা। আজ বুধবার বিকেলে শ্যামলাশী এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার রাজস্ব সার্কেলের সরকারি কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছু লোক শ্যামলাশী এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি ভূমি দখল করে রেখেছেন। তাঁরা ওই জমিতে অবৈধভাবে বিভিন্ন স্থাপনাও নির্মাণ করেছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের পর তাঁদের অপসারণের উদ্যোগ নেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সার্ভেয়ার আব্দুল করিম বুধবার বিকেলে শ্যামলাশী যান। এ সময় তাঁরা সরকারি জমি থেকে সরে যাওয়ার জন্য দখলদারদের নোটিশ দেওয়ার চেষ্টা করেন।

হামলায় আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীর আলম বলেন, ‘দখলদারেরা নোটিশ দেখেই উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে কথা বলার একপর্যায়ে তাঁরা আমার ওপর হামলা চালান। তাঁরা আমাকে মারধরের পাশাপাশি মাথায় ইট দিয়ে আঘাত করেন। এ সময় সঙ্গে থাকা আব্দুল করিম প্রাণের ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আমাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুর রেহান পাভেল বলেন, জাহাঙ্গীর আলমের মাথার আঘাত গুরুতর। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ভূমি কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ